কর্মস্থল থেকে শেষ বিদায় নিয়ে বাড়ি ফেরা হলো না কলেজ শিক্ষকের

  স্টাফ রিপোর্টার -

কর্ম জীবনের কর্মস্থল থেকে শেষ বিদায় নিয়ে বাড়ি ফেরার পথে সড়কে দুর্ঘটনায় চির বিদায় নিলেন সদর উদ্দিন (৬০) নামে এক কলেজ শিক্ষক। রোববার বিকালে কালীগঞ্জ - কোলা সড়কের গাজীর বাজার নামক স্থানে বিদুৎতের পিলারের সঙ্গে মটর সাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান। নিহতের বাড়ী ঝিনাইদহ শহরের আদর্শ পাড়ায়।

নিহতের স্বজনরা জানায়, বাঘারপাড়া ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন তিনি। কলেজের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক সদর উদ্দিন রোববার বিকালে তার কলেজ থেকে ফেয়ারওয়েল শেষে মটর সাইকেলে বাড়ীতে ফিরছিলেন। পথিমধ্যে কালীগঞ্জের গাজীর বাজারে বিকাল ৫টার দিকে পৌঁছালে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মারাতœক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ওসি তদন্ত মতলেবুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





No comments

Powered by Blogger.