নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ঝিনাইদহে বিএনপির মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি -
নির্বাচন কমিশনের ব্যার্থতায় দেশব্যাপী পৌরসভা নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ সকালে শহরের এইচএসএস সড়কের দলটির জেলা কার্যালয়ে সামনে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন দলটির জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মসূচী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এসএম মশিয়ুর রহমান, সদস্য সচিব এম এ মজিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, প্রথম ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনারের পদত্যাগ দাবী করেন।
No comments