ঝিনাইদহের হরিনাকুন্ডুতে নৌকার প্রার্থী ও কোটচাঁদপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ও কোটচাঁদপুর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোবাইল প্রতীক নিয়ে শহিদুজ্জামান সেলিম নির্বাচিত হয়েছেন।

হরিনাকুন্ডু নৌকার প্রার্থী ফারুক হোসেন পেয়েছেন ৭ হাজার ৩’ শ ৪৭ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিক জগ প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯’শ ১৩ ভোট। অন্যদিকে কোটচাঁদপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুজ্জামান সেলিম পেয়েছেন ৮ হাজার ৩’শ ৪২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীর্ষের প্রার্থী সালাউদ্দিন বুলবুল সিডল পেয়েছেন ৭ হাজার ১’শ ২৮ ভোট। ঝিনাইদহের এই দুটি পৌরসভায় সকাল থেকে ভোট গ্রহন বিকাল পর্যন্ত চলে। কোটচাঁদপুরে শান্তিপূর্নভাবে ভোট হলেও হরিণাকুন্ডু কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে ভোট গ্রহন শেষ হয়।



No comments

Powered by Blogger.