ঝিনাইদহের সদর উপজেলায় দূর্বৃত্তরা ৩শ পেয়ারা গাছ কেটে দিয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হাজী মোঃ ইউসুফ আলীর ছেলে। তরুন উদ্যোক্তা পেয়ারা চাষি শামসুজ্জামান এর ৩শত টি পেয়ারা গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। সে রামচন্দ্রপুর কমিনিউটি ক্লিনিকের সি এইচ সিপি পদে কর্মরত আছেন। পাশা পাশি বাড়ির পাশে ১৯০ শতাংশ জমিতে বিভিন্ন ফলজ গাছ লাগিয়েছেন। জমিতে ৪ শত কাগজি লেবু ১৭শ পেয়ারা, পেপে কুল ও বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।
শনিবার সকালে তিনি বাগানে গিয়ে দেখেন ৩ শত পেয়ারা গাছ কে বা কারা কেটে দিয়েছে।শামসুজ্জামান জানান কেউ হিংসা করে এই বাগান কেটে দিয়েছে। এতে আমার ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি সহ এলাকা বাসী এই অপরাধের বিচার দাবি করেছেন।
No comments