কালীগঞ্জে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংক শাখার উদ্বোধন
স্টাফ রিপোর্ট-
ব্যাংকিং সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে দেশের অন্যতম ব্যাকিংক সেবা প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংক কালীগঞ্জ শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বাজার সড়কে এজেন্ট ব্যাংক শাখা ভবনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে এ শাখার উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, শহীদ নূর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ডি এস টি রাসেল আহম্মেদ, এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক প্রভাষক আনিচুর রহমান, সাইদুর রহমান ডাবল্।ু এছাড়া উপস্থিত ছিলেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহজাহান আলী সাজু, প্রধান শিক্ষক ফজলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ, ডাক্তার আলমঙ্গীর হোসেন, আরিফ হোসেন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাও.নজীর আহম্মেদ।
No comments