শৈলকুপায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান
ঝিনাইদহ প্রতিনিধি-
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শৈলকুপা উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হিতামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় হিতামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ছরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান। পরে খেলায় অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
No comments