কালীগঞ্জে আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি-

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কালীগঞ্জ উপজেলা ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুমারহাটি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাষ্টভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান। খেলাই অংশ গ্রহণ করে কাষ্ঠভাংগা, নলভাংগা, কুমারহাটী ও ঝনঝনিয়া দল। ফাইনালে ঝনঝনিয়া ২-০ সেটে জয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।


No comments

Powered by Blogger.