ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলে আখ চাষী, শ্রমিক কর্মচারীদের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার-
২০২১ মাড়াই মৌসুমে পরিষ্কার পরিছন্ন সবুজ ডগা, মাটি ও শিকড়মুক্ত আখ ক্রয় এবং আখ রোপন বৃদ্ধি বিষয়ে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলে আখ চাষী,শ্রমিক ও কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মোবারকগঞ্জ চিনিকল স্কুল মাঠে এ সভার আয়োজন করে মোবারকগঞ্জ চিনিকল কৃষি বিভাগ। মতবিনিময় সভায় মিলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড শফিকুল আজম খান চঞ্চল ও মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল। বক্তারা চিনি শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের প্রতি আহবান জানান।
No comments