মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার-

চিনিশিল্পের চলমান পরিস্থিতির আশু সমাধান এবং আসন্ন আখ মাড়াই মৌসুম ২০২০-২১ খ্রি. ১৫টি চিনিকল একই সাথে চালু রাখার জন্য স্মারক লিপি প্রেরণ করেছেন মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। বুধবার সকাল ১০টায় এক বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিক-কর্মচারিরা উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদান শেষে শ্রমিক ইউনিয়ের সভাপতি মোঃ গোলাম 

রসুল তার বক্তব্যে উল্লেখ করেন, মুজিব বর্ষে যারা চিনিকল গুলো বন্ধ করার জন্য নীল নকশা করছে তারা কখনোও মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হতে পারে না। মুজিব বর্ষে মিলগুলোকে বন্ধ করে মুজিব বর্ষকে কলংকিত করতো না। 



No comments

Powered by Blogger.