কালীগঞ্জ দলিল লেখকের বিরুদ্ধে দুদকের মামলা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক নাসির উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদকের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মোহা. মোশারফ হোসেন বাদী হয়ে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা করেন।
নাসির চৌধুরী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামের জামসের আলী চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর দুদক কর্মকর্তা ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি নথিভুক্ত করার আবেদন করেন। আদালত শুনানি শেষে ৩০ নভেম্বর আদেশের দিন ধার্য করেন। ধার্য তারিখে মামলা নথিভুক্ত করে আগামী ৩ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য মামলার তদন্তকারী দুদক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে দলিল লেখক নাসির উদ্দীন চৌধুরী জানান, মামলা দায়েরের খবর তিনি জানেন না। তাই এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
No comments