ঝিনাইদহে গভীর রাতে ছিন্নমুল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে গভীর রাতে ছিন্নমুল অসহায় শীতার্তদের মানুষের শীত নিবারণে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার রাতে শহরের পায়রা চত্বর, মুজিব চত্বর, আরাপপুরসহ বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় তুলনামূলকভাবে পিছিয়ে পড়া জনগোষ্টি ও উন্মুক্ত জায়গায় অবস্থানরত ছিন্নমূল মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, প্রথম ধাপে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ৩৩ হাজার ৬’শ পিচ কম্বল এসেছে। এভাবে প্রকৃত শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।




No comments

Powered by Blogger.