কোটচাঁদপুরে কলাগাছের সাথে শত্রুতা।
মো:রোজনুজ্জামান (ঝিনাইদহ)কোটচাঁদপুর থেকে-
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৬ শতাংশ জমির (৪০) টি কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে উপজেলার ৫নং এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে বিদেশী (২২) জাতের এ কলাগাছ কাটা হয়েছে বলে জমির মালিক হাফেজ শফিকুল ইসলাম অভিযোগ করেন।
হাফেজ শফিকুল ইসলাম বলেন,বিদেশী জাতের ৪০ পিচ (২২) কলাগাছের চারা রোপন করি আমি। যা দুই মাস পরে প্রতি কাঁধী কলা ১ হাজার টাকায় বিক্রির জন্য উপযুক্ত হতো। সব মিলিয়ে আমার ৪৫ থেকে ৫০ হাজার টাকা বিত্রি করতে পারতাম। কিন্তু আমার এ খানমুখি কলাগাছ সব কেটে দিয়েছে। এতে করে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন, আমি আইনের আশ্রয় নিবো।
No comments