বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে বঙ্গবন্ধু পরিষদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে শহরের পায়রা চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহানুর আলম কেরামতসহ অনেকে।

বক্তারা, স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখানো ও তার বাস্তবায়নকারী মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং ভাংচুরের এর সাথে জড়িত সকলের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।


No comments

Powered by Blogger.