মহেশপুর সীমান্ত থেকে আটক-৮
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সোনাগাড়ী মোড়ের রাস্তার উপর আশা মিয়ার চায়ের দোকানের সামনে হতে বাংলাদেশী নাগরিক ০৮ জনকে (পুরুষ- ০২জন, মহিলা- ০২জন এবং শিশু- ০৪জন) পিটু বিশ্বাস (৩৫), পিতা- অহিন্দ্র প্রদাস বিশ্বাস, লাবনী বিশ্বাস (২৫), স্বামী- পিটু বিশ্বাস, আরাধ্যা বিশ্বাস (০৫), পিতা- পিটু বিশ্বাস, প্রতাপ বিশ্বাস (০৩), পিতা- পিটু বিশ্বাস, সকলের গ্রাম- বোড়াশী, পোঃ দীঘারকুল, মৃদুল বিশ্বাস (৩৮), পিতা- মৃনাল কান্তি বিশ্বাস, সন্ধ্যা রায় (২৫), স্বামী- মৃদুল বিশ্বাস, মৃথিলা বিশ্বাস (০৫), পিতা- মৃদুল বিশ্বাস, প্রজ্ঞা বিশ্বাস (০৩), পিতা- মৃদুল বিশ্বাস, গ্রাম- পাটকেলবাড়ী, পোঃ টুঠামন্দ্রা, সকলের থানা+জেলা- গোপালগঞ্জকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়। আটককৃত আসামীদেরকে অবৈধভাবে বিনাপাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করা হয়েছে।আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
No comments