সীমান্ত অতিক্রমকালে বিজিবি কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক
মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জীবননগরপাড়া হতে বাংলাদেশী নাগরিক পুরুষ ০২ জনকে (এক) দিপংকর অধিকারী (২৪), পিতা- দিলীপ অধিকারী, (দুই) শ্রীধাশ অধিকারী (২৬), পিতা- শ্রীদাপ অধিকারী, উভয়ের গ্রাম- ছিলনা, পোঃ ছিলনা বাজার, থানা+ জেলা- গোপালগঞ্জকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়। আটককৃত আসামীদেরকে অবৈধভাবে বিনাপাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করা হয়েছে।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
No comments