কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
স্টাফ রিপোর্টার -
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ইকবাল হোসেন (৩৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ-যশোর সড়কের বারোবাজার পিরেজপুর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ইকবাল হোসেন যশোর জেলার মনিরামপুর উপজেলার দূর্গাপুর গ্রামের আবেদ আলী মোল্লার ছেলে।
বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবা উদ্দীন জানান, দুপুর দেড়টার দিকে ইকবাল হোসেন মোটরসাইলে যোগে ঝিনাইদহ থেকে যশোরের দিকে যাচ্ছিল। পথমধ্যে কালীগঞ্জ উপজেলার বারবাজার পিরেজপুর বটতলা নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নিহত হয়।
No comments