ঝিনাইদহের হরিনাকুন্ডুতে মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি- 

ঝিনাইদহে মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে হরিনাকুন্ডু উপজেলার মান্দিয়া বাজারে অরন্য কেয়ার ফাউন্ডেশন নামের একটি বেসরকারি স্বেচ্চাসেবী সংস্থা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন অরন্য কেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন রানা, ফিল্ড ম্যানেজার পলক হোসেন, হাসান আলী, সবুর হোসেন, স¤্রাট হোসেন, শাহিদ মাহমুদ, মুস্তাফিজুর রহমান, আরাফাত হোসেন, স্বপ্না খাতুন, সোনিয়া আক্তার, খাদিজা বেগম, নাসরিন নাহার, শাপলা খাতুন, রুবিনা খাতুনসহ অন্যান্যরা। এসময় অরন্য কেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন বলেন সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই সমাজ সেবাই বিশেষ অবদান রেখে চলেছে। হরিনাকুন্ডু, শৈলকুপা ও ইবি থানা এলাকায় সংস্থার পক্ষ থেকে ব্যপক কর্মসূচি হাতে নিয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে শহীদদের স্বরণে ৩ লাখ মানুষের বাড়িতে ৩০ লাখ গাছের চারা রোপন করা হবে। এরই মধ্যে একটি কুচক্রিমহল সংস্থার ভাবমুর্তি ক্ষুন্ন করতে সংস্থার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি এই ধরণের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। মানববন্ধনে সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারি ও সদস্যরা অংশ নেয়।


No comments

Powered by Blogger.