ঝিনাইদহে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি-
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শৈলকুপা উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে হিতামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচাল রিয়াজুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএফ এ এর নির্বাহী সদস্য এ কে এম রেজাউল হাকিম (পিকুল)। অনুষ্ঠান শেষে ক্রীকেট সামগ্রী বিতরণ করা হয়।
No comments