ঝিনাইদহে পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপ বিভাগীয় টুর্নামেন্টের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি -
ঝিনাইদহে শুরু হয়েছে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপ খুলনা বিভাগীয় টুর্নামেন্ট। রোবাবার সকালে পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সহকারি পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা বিভাগীয় এ টুর্নামেন্টে ১০ টি জেলার দল অংশগ্রহণ করবে। লীগ ভিত্তিকে এ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাগের হাট, খুলনা আরআরএফ, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, ও সাতক্ষীরা জেলা দল প্রতিদ্বন্ধীতা করে।
আগামী ১০ নভেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠিত হবে।
No comments