ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ
ঝিানইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে কৃষকদের মাঝে ডাল, তেল মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিনামূল্যে কৃষকদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। সেসময় সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতীম সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীব, উপসহকারী কৃষি কর্মকর্তা খাইরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম। আলোচনা সভা শেষে তৃতীয় পর্যায়ের প্রকল্প উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
No comments