ঝিনাইদহে ৯’শ কৃষক পেল প্রণোদনার সার ও বীজ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ৯’শ কৃষকের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে সরকারের প্রনোদণা কর্মসূচীর আওতায় এ উপকরণ বিতরণ করা হয়। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতিম সাহা, ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০ কেজি রাসায়নিক সার ও ১ কেজি উন্নত মানের সরিষা বীজ বিতরণ করা হয়।
No comments