কালীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিাবকদের মাঝে স্বাস্থ্য বিধি মেনে পুষ্টিকর খাবার বিতরন।

শাহ আলম কালীগঞ্জ ঝনিাইদহঃ 

কালীগঞ্জের আনোয়ারুল আজীম ও আলহাজ্ব বদরউদ্দীন, বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পুষ্টিকর খাবার বিতরন করা হয়েছে।

গত বুধবার সকাল সাড়ে ১০ টায় ঝিনাইদহের কালীগঞ্জের আনোয়ারুল আজীম ও আলহাজ্ব বদরউদ্দীন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বাস্থ্য বিধি মেনে পুষ্টিকর খাবার বিতরন করা হয়েছে। সমাজ সেবা ও স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে চ্যালেঞ্জার মানব উন্নয়ন সংস্থার আয়োজনে এই অনুষ্ঠানে সভাপত্বি করেন বিশিষ্ট সমাজসেবক, সংস্থার সভাপতি আব্দুল মতিন (পাতা মিয়া) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ নূর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবয়ায়ী সাংবাদিক ও কলামিষ্ট আলহাজ্ব এম এ কাদের, পৌর কাউন্সিলর আশরাফুর ইসলাম মিঠু, সমাজ সেবা অফিসের প্রতিনিধি সুপার ভাইজার মোঃ রবিউল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান  শিক্ষক আজমিরা চৌধুরী। স্বাগতিক বক্তব্য রাখেন চ্যালেঞ্জারের সম্পাদক সোহেল।



 

No comments

Powered by Blogger.