ঝিনাইদহে খুলনা বিভাগীয় পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপ বাগেরহাট চ্যাম্পিয়ন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপ খুলনা বিভাগীয় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ পুলিশ লাইন্স মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় ঝিনাইদহ জেলা পুলিশ বনাম বাগেরহাট জেলা পুলিশ দল।
টান টান উত্তেজনাপুর্ণ এ খেলায় উপভোগ করেন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ নানা শ্রেণী পেশার মানুষ। শেষে ২-০ সেটে ঝিনাইদহ জেলা হারিয়ে টানা ৪র্থ বারের মত চ্যাম্পিয়ন হয় বাগেরহাট জেলা। খেলা শেষে সন্ধ্যায় বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন। এসময় পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সহকারি পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলামসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩ দিন ব্যাপী এই প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০ টি দল লীগ ভিত্তিতে অংশ নেয়।
No comments