ঝিনাইদহের হাটগোপালপুরের রুপা রানী শিশু সন্তানসহ ১০ দিন নিখোঁজ, সন্ধান চাই
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরের পিতার বাড়ি থেকে মানসিক ভারসাম্যহীন রুপা রানী বিশ্বাস শিশু সন্তানসহ ১০ দিন নিখোঁজ রয়েছে। সে হাটগোপালপুর বাজার এলাকার দিলীপ প্রামাণিকের কন্যা ও মদন প্রামানিকের নাতনী। পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (৩১ অক্টোবর) সকালে কাউকে কিছু না বলে আড়াই বছরের কন্যা সন্তান প্রিয়াংকা বিশ্বাসকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয় রুপা রানী। পরদিন রোববার ১ লা নভেম্বর সকালে তার মোবাইল নং- ০১৮৫৭-৭২৫৬৯৪ থেকে অজ্ঞাত নামা ব্যক্তি পরিচয় দিয়ে তার পরিবারের লোকের কাছে কল দিয়ে বলে আমি ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে বলছি। রুপা এখানে একটি বাড়িতে আছে। ২/১ দিনের মধ্যে পরিবারের কাছে পাঠানো হবে। এর পর থেকেই ওই নম্বরটি বন্ধ রয়েছে। বিভিন্ন জায়গায় মাইকিংয়ে প্রচার-প্রচারণা চালিয়েও অদ্যবদি তাদের সন্ধান মেলেনি। রুপা রানী নিখোঁজের সময় তার পরনে ছিল হলুদ রংেয়ের ছাপা থ্রীপিচ, গায়ের রং কালো, উচ্চতা- ৫ ফুট, মুখন্ডল গোলাকার,হালকা পাতলা গঠনের শরীর। শিশু প্রিয়াংকার পরণে ছিল খয়েরি রংয়ের টেপ, দেখতে উজ্জল ফর্সা। কোন স্বহৃদয়বান ব্যক্তি এদের সন্ধান পেলে ০১৮১৪-৫৭৯৫৪৯ অথবা ০১৭১৮-৩১১৫৭৪ এই নং মোবাইলে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।
No comments