ঝিনাইদহে এসএসসি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপায় শুরু হয়েছে এসএসসি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার ভাটই মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি জাহাঙ্গীর আলম জনি।

ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাহাবুদ্দিন সাবুর সার্বিক তত্বাবধানে পরিচালিত এ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, স্কুল শিক্ষক দেবাশীষ বিশ্বাস, আব্দুল হাই কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ কলেজের শিক্ষক মজিবুর রহমান, বঙ্গবন্ধু কলেজের শিক্ষক সুব্রত বিশ্বাস। উদ্বোধনী দিনে ভাটই মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বর্ষের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা সিনিয়র একাদশে ও ২০১০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা প্রতিদ্বন্ধীতা করে। টসে জিতে ব্যাটিং এ নামে সিনিয়র একাদশ। নির্ধারিত ১২ ওভারের খেলায় ৯ ইউকেট হারিয়ে ৪৮ রান পেয়ে মাঠ ছাড়ে সিনিয়র একাদশ। পরে ২০১০ সালের শিক্ষার্থীরা ৫ ওভার ৪ বলে ১ উইকেট হারিয়ে জয়লাভ করে।

লীগ ভিত্তিতে এ টুর্নামেন্টে অংশ নিবে ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ টি দল। আগামী ১ মাস চলবে এ প্রতিযোগিতা।


No comments

Powered by Blogger.