ঝিনাইদহে জেল হত্যা দিবসে যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে জেল হত্যা দিবস উপলক্ষে কুমড়াবাড়িয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে নগরবাথান বাজারে যুবলীগ অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। কুমড়াবাড়িয়া ইউনিয়ন যুবলীগ নেতা সিরাজুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আশরাফুল আলম ঠান্ডু, ইউপি সদস্য মনিরুজ্জামান টোকন, আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান, আবদার হোসেন, যুবলীগ নেতা মেহেদী হাসান, কুতুব উদ্দিন, আবু জাফর রশিদ, মুস্তাফিজুর রহমান, সোহেল হাসান, জিল্লুর রহমান, ছাত্রলীগ নেতা, মামুনুর রহমান বাদশা, রুবেল হোসেন, সাগর হোসেন, শুভ, তুষারসহ যুবলীগের নেতাকর্মীরা। 

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় বক্তরা ৪ জাতীয় নেতার হত্যাকারীদের বিদেশ থেকে দেশে ফেরত এনে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও জেল হত্যায় নিহতদের স্বরণে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকলের জন্য দোয়া মোনাজাত করা হয়।



No comments

Powered by Blogger.