ঝিনাইদহে জেল হত্যা দিবসে যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে জেল হত্যা দিবস উপলক্ষে যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে যুবলীগ কার্যালয়ে সদর থানা যুবলীগ এ আয়োজন করে। সদর থানা যুবলীগের আহবায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহীম খলিল রাজা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, সদর থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক হারুন অর রশিদসহ যুবলীগের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় বক্তরা ৪ জাতীয় নেতার হত্যাকারীদের বিদেশ থেকে দেশে ফেরত এনে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও জেল হত্যায় নিহতদের স্বরণে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকলের জন্য দোয়া মোনাজাত করা হয়।
No comments