এএসপি আনিসুল করিম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে এএসপি আনিসুল করিম হত্যার প্রতিবাদে দোষিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জাবি শিক্ষার্থী, আনিসুল করিমের সহকর্মীসহ পুলিশ সদস্যরা অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন নিহত আনিসুল করিমের সহকর্মী ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, জাবির প্রাক্তণ শিক্ষার্থী আশরাফ দিপু, ইমরান অপুর্বসহ অন্যান্যরা।
এসময় বক্তারা, হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নামে বেনামে গড়ে ওঠা এ ধরনের ক্লিনিকে রোগির নির্যাতন বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
No comments