ঝিনাইদহে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪ তম মৃত্যু বার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।  মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ভাসানী স্মরণসভা বাস্তবায়ন কমিটি।

স্মরণসভা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান রিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ছাত্র মৈত্রী নেতা আমিনুল ইসলাম বকুল, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, সিনিয়র সাংবাদিক ফকির শওকত, মেহেদী উর রহমান টুটুল, সাবেক ছাত্রনেতা মুকছুদ আহমেদ, নজরুল ইসলাম, আক্তারুজ্জামান, আবুল কালাম আজাদ, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন হাবিবুর রহমান। এসময় বক্তারা, ভাসানীর আদর্শ বাস্তবায়ন ও তার দেখান পথে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।


No comments

Powered by Blogger.