হরিণাকুণ্ডুতে গাজা সহ তিন যুবক আটক
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ)প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা পুলিশ এক(১) কেজি গাজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে ।
থানা পুলিশ সুত্র জানায় বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা এর নেতৃত্বে এসআই জগদীশ চন্দ্র বসু , সোর্স কনজ মুরাদ ( কনজ নং ৯৮১)সঙ্গীয় পুলিশ সদস্য চাঁদপূর জোয়ার্দ্দার পাড়ার পাকা রাস্তার উপর থেকে মোটরসাইকেলে ঝোলানো বাজার করা ব্যাগের ভেতর দুই প্যকেটে রাখা ১ কেজি ভারতীয় গাজা সহ তিন যুবককে আটক করে।
আটককৃত মাদক বিক্রেতারা চুয়াডাঙ্গা দামুরহুদা উপজেলা ঠাকুরপূর গ্রামের আসাদুল ইসলামের ছেলে কালাম(২০) ইমারুল ইসলামের ছেলে ইমরান(২২) এবং ঝিনাইদহ সদর উপজেলার পাঁচটিকারি গ্রামের ফিরোজ বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস(২৭) ।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে । শুক্রবার সকালে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে ।
No comments