চিত্রা নিউজ ২৪ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গিকার




॥স্টাফ রিপোর্টার॥

ডিজিটাল হচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে সবকিছু। আধুনিক যুগের সঙ্গে তাল দিয়ে এগোচ্ছে মিডিয়া। যার ধারাবাহিকতায় চিত্রা নিউজ এর ব্যাপতি শুধু ঝিনাইদহ  জেলায় নয় বরং  গোটা দেশে ছড়িয়েছে। আগামীদিনে এই সংবাদ মাধ্যম তথ্য প্রবাহের ক্ষেত্রে আরো বেশি ভূমিকা  রাখবে এই প্রত্যাশা অতিথিদের। 

বুধবার সন্ধ্যায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চিত্রা নিউজ ২৪ এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন। 


ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাব ভবনে চিত্রা নিউজ ২৪ এর সম্পাদক সোলায়মান হোসাইনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংসদ আনোয়ারুল আজীম আনার ছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহীদুল ইসলাম, সাংবাদিক ও কলামিস্ট এম এ কাদের, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, প্রেসক্লাবের সভাপতি এম.শাহজাহান আলী সাজু, সাধারণ সম্পাদক গোলাম রসুল প্রমূখ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক সাগর সিকদার, সাংবাদিক নয়ন খন্দকার, ইকবাল হুসাইন, রবিউল ইসলাম, বাবুল আক্তার, খালিদ হাসান, মাহবুবুর রহমান, হুসাইন কবির সুজন, হামিদুল ইসলাম, সাগর হোসেন, রাকিবুল ইসলাম প্রমূখ। 



আরো উপস্থিত ছিলেন চিত্রা নিউজের নির্বাহী সম্পাদক আনিচুর রহমান মিঠু মালিথা, বার্তা সম্পাদক এম শাহজাহান আলী সাজু, যগ্ন-সম্পাদক এনামুল হক সিদ্দিক, যুগ্ম বার্তা সম্পাদক বাবুল আক্তার, মফস্বল সম্পাদক মিজানুর রহমানসহ চিত্রা নিউজে কর্মরত সাংবাদিকবৃন্দ। 


No comments

Powered by Blogger.