ঝিনাইদহ ঔষধ প্রশাসন অধিদপ্তরের ২ সহকারী পরিচালকের বিদায় ও সংবর্ধনা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিদায়ী ও সদ্য যোগদনকৃত ও সহকারী পরিচালককে সংবর্ধণা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ডিএইচএমএম ডক্টরস এ্যাসোসিয়েশন ও জেলা হোমিও প্যাথিক এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা হোমিও প্যাথিক এ্যাসোসিয়েশন জেলা শাখার উপদেষ্টা ডা: রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিদায়ী সহকারী পরিচালক নাজমুল হাসান ও সদ্য যোগদানকৃত সহকারী পরিচালক রেহান হাসান।
বাংলাদেশ ডিএইচএমএম ডক্টরস এ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি ও জেলা হোমিও প্যাথিক এ্যাসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: বশির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা হোমিও প্যাথিক এ্যাসোসিয়েশন জেলা শাখার সহ-সভাপতি ডা: রফিকুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানে ঝিনাইদহের ৬ টি উপজেলা ও মাগুরা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অংশ নেয়। আলোচনা সভায় বক্তারা সংবর্ধিত অতিথিদের পেশাগত কাজের সফলতা কামনা করেন।
No comments