ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে নারীর মৃত্যু, ইফা গঠিত কমিটির লাশ দাফন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুরে মোছাম্মদ মনোয়ারা খাতুন (৬৫) নামের এক নারী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সে ওই উপজেলার নিমতলা গ্রামের মৃত আবুল কাশেম মাস্টারের স্ত্রী।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খাঁন জানান, গত ১৯ নভেম্বর তার শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা উপসর্গ দেখা দিলে ২৫ নভেম্বর হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন ২৬ নভেম্বর হাসপাতাল থেকে বাড়িতে রিলিজ নিয়ে আসার পর করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। ওই দিন রাতেই তিনি মারা যান। শুক্রবার ২৭ নভেম্বর পারিবারিক গোরস্থানে লাশ দাফন করে ইফা গঠিত কমিটি। জেলায় এ পর্যন্ত মোট ৬৩ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করলো ইফা গঠিত কমিটি ।
No comments