ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে আনোয়ার হোসেন (৫৫) নামের একটি মাদ্রাসা কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের কেভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে শহরের ব্যাপারীপাড়ার আব্বাস উদ্দিন সড়কের বাসিন্দা ও সদর উপজেলার উত্তর কাস্টসাগরা মাদ্রাসার প্রধান সহকারী পদে কর্মরত ছিলেন।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, আনোয়ার হোসেনের গত বুধবার করোনা ধরা পরে। ওইদিন সকালে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি হয়। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেল ৩৭ জন।
No comments