কালীগঞ্জে সাংবাদিক রাকিবুল ইসলামের মাতার ইন্তেকাল॥ শোক প্রকাশ

স্টাফ রিপোটার ॥

ঝিনাইদহের কালীগঞ্জের ঠিকাদার ও বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম জাহিদের স্ত্রী ও সাংবাদিক রাকিবুল ইসলামের মাতা শামসুর নাহার মৃত্যুবরণ করেছেন (ইন্না..... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। রোববার রাত ৮টার দিকে সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজ গেটের সামনে  নিজ বাসভবন মৃত্যুর কোলে ঢুলে পড়েন। তিনি স্বামী ও দুই পুত্রসহ অসংখ্য আত্ময়-স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধী ক্যন্সারে আক্রান্ত হয়ে ভূগছিলেন। আজ সোমবার জহর নামাজ শেষে শ্রীরামপুর গ্রামের বাড়িতে জানাযার নামাজ পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।  

তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা জেলা প্রতিনিধি আজাদ রহমান, মাই টিভির জেলা প্রতিনিধি মিঠু মালিতা, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী সাজু , সাধারন স¤পাদক গোলাম রসুল, সহ-সভাপতি ও চিত্রা নিউজ ডট কমের সম্পাদক সোলায়মান হুসাইন, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অফিস সম্পাদক ইকবাল হুসাইন, এমএ কাদের, সাংবাদিক রবিউল ইসলাম, মমিনুর রহমান মন্টু, বাবুল আক্তার, খালিদ হাসান, শফিউল ইসলাম লুলু, মাহবুবুর রহমান, হুসাইন কবির সুজন, হামিদুল ইসলাম মনা, সাগর হোসেন, প্রমূখ। 


No comments

Powered by Blogger.