ঝিনাইদহে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, করোনা’র দ্বিতীয় ঢেউ মোকাবেলা এবং দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বিশেষ সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, করোনা’র দ্বিতীয় ঢেউ মোকাবেলা এবং দ্রব্যমুল্য ও বাজার মনিটরিং সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজ মিলনায়তনে প্রশাসন ও সুধিজনদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু ।

এসময় বক্তারা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশী টহল বৃদ্ধি, শীতে করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিধি বাস্তবায়নে এবং বাজারে দ্রব্যমুল্য নিয়ন্ত্রন রাখতে নজরদারি বৃদ্ধি সহ প্রশাসনকে জোরালো পদক্ষেপ গ্রহনের পরামর্শ দেন। 



No comments

Powered by Blogger.