ঝিনাইদহে ডিজিটাল সেন্টারের ১০ বছর পূর্তি উপলক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
‘বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর’ জনগণের দৌর গড়ায় সেবার ১০ বছর। এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে মুজিব বর্ষ উপলক্ষে ডিজিটাল সেন্টারের ১০ বছর পূর্তিতে কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়সহ দেশের ১০টি জেলার জেলার জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহাসহ উর্দ্ধোতন কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে অংশ নেয়। এসময় জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উদ্যোক্তা ও উপকার ভোগিরা উপস্থিত ছিলেন।
No comments