ঝিনাইদহে বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ’র নামের সড়কের নামকরণ

ঝিনাইদহ প্রতিনিধি-

স্বাধীনতা চলাকালে ঝিনাইদহের মহকুমা পুলিশ অফিসার ও মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদাণকারী মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম এর নামে একটি সড়কের নামকরণ করে সম্মননা প্রদাণ করা হয়েছে।

রোববার সকালে শহরের চাকলাপাড়ার একটি সড়কের উদ্বোধন করেন বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ’র। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেনসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায়, বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে ঝিনাইদহের অবদানসহ নানা বিষয়ে স্মৃতিচারণ করেন।


No comments

Powered by Blogger.