কালীগঞ্জে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহবুবার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ডা: নুরুল ইসলাম, আয়নাল হাসান, তবিবুর রহমান মিনি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জেল হোসেন তপন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আলী মোর্তুজা লিটু, প্রভাষক মুসা করিম, পিয়ার আলী, ওলিয়ার রহমান, মুরাদ হোসেন, রুস্তম আলী,মিজানুর রহমান মিলন,জাহিদ হাসান, মতিয়ার রহমান, আশরাফুল কাদির আশা, মোদাচ্ছের আলী, মোহাম্মদ আলী, হুমায়ন কবির, আবু বক্কর রাজু, পৌর বিএনপি নেতা গোলাম সরোয়ার খোকা, শওকত হোসেন ফেলু, আব্দুল কুদ্দুস, আজিজুল ইসলাম , মহিউদ্দিন মহি, রবিউল ইসলাম বুডো, ফারুক হোসেন,তৌহিদ মুন্সি, আসাদুল ইসলাম আশা, আলি কদর, সাহেব আলী, উপজেলা যুবদল নেতা সুজাউদ্দিন পিয়াল, মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল ইসলাম খোকা, আজিজুল ইসলাম লস্কার, মোহাম্মদ আলী, হযরত আলী, পৌর যুবদল নেতা জাহিদুল ইসলাম জাহিদ, ফিরোজ কবির, আসাদুজ্জামান আসাদ, আব্দুল লতিফ, ইমরান হোসেন,বিল্লাল হোসেন, রিপন হোসেন, শ্রমিক দল নেতা, ফরিদ হোসেন, শামিম আহমেদ , পৌর মৎস্যজীবি দলের আহবায়ক নাজমুল কবির রিপন, উপজেলা তাঁতিদলের আহবায়ক আজিজুল ইসলাম বাটুল, যুগ্ম আহবায়ক লিটন মিয়া, পৌর তাঁতীদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, কৃষকদলের দলের নেতা আমিন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল রানা, এসএম মাসুম পারভেজ, আলমগীর হোসেন আলম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি রাশিদুজ্জামান তুফান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আলা, শাহদাৎ হোসেন রিওন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম, কলেজ ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আলামিন হোসেন, দিপু পারভেজ, খালিম সাইফুল্লাহ শাওন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এ দিনে সৈনিক-জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যম-িত। দেশমাতৃকার চরম সংকটকালে ১৯৭৫ এর ৩ নভেম্বর কুচক্রিরা জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দি করে। এ অরাজক পরিস্থিতিতে ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক এবং জনতার ঢলে রাজপথে এক অনন্য সংহতির স্ফুরণ ঘটে এবং জিয়াউর রহমান মুক্ত হন।
No comments