কালীগঞ্জে নবগঠিত কমিটির ছাত্রদল নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা, পৌর ও মাহতাব উদ্দিন কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় কালীগঞ্জ শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ’র সভাপতিত্বে ও সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোকছুদুল মোমিন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন, সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম লস্কর, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল হক খোকা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোস্তফা কামাল টিটো, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহবায়ক সাজিদ হাসান জনি, সদস্য সচিব কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, শাহাদৎ হোসেন রিওন, তারেকুর রহমান টিপু, মেহেদী হাসান হিরন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসরাফিল হোসেন, মুশফিকুর রহমান তানভীর, আশরাফুল ইসলাম নিরব, সাকিবুল হাসান, শিপন আহমেদ, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন, যুগ্ম আহবায়ক হারুন-উর রশিদ রাজা, ইফতি জাহান, দিপু পারভেজ, খালিদ সাইফুল্লাহ শাওন, উপজেলা ছাত্রদলের সদস্য মনিরুজ্জামান মুন্না, সাব্বির হাসান, কাজী তরিকুল, চঞ্চল হোসেন, রাজিবুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য মাসুম মন্ডল, তারেক মাহমুদ, মাহফুজ পারভেজ, মোস্তফা কামাল, কলেজ ছাত্রদলের সদস্য শাহরিয়ার হাসান সীমান্ত, মিনহাজ উদ্দিন, ফাহিম শাহরিয়ারসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের প্রায় ২ শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ছাত্রদলের সকল নেতাকর্মীকে সুসংগঠিত হয়ে সামনের দিনে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ভূমিকা পালন করতে হবে। এই অবৈধ সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে ছাত্রদলকেই সামনে থেকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিতে হবে।
No comments