ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারীসহ ১১ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারীসহ ১১ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে মহশেপুর উপজেলার খোসালপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মনোয়ারা হোসেন (৩২), সুব্রত বিশ্বাস (২৪), আলী আকবর (৪৮), মাসুমা বেগম (৪৪), মুন্না রাচরাশি (২২), হেনা খাতুন (১৯), নাজমা বেগম (২৬), মাসুম চাপরাশি (২), মারিয়া খাতুন (৪), সুমাইয়া খাতুন (১০ মাস) ও মাদারিপুরের কালকিনি উপজেলার বিনয় মন্ডল (৪৮)। বিকেলে ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেহেদী হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, মহেশপুরের খোসালপুর বিওপির দ্বায়িত্বপুর্ণ এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশী অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৫ নারীসহ ১১ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকেলে তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।


No comments

Powered by Blogger.