ঝিনাইদহে ১৫ তম শ্রেষ্ঠ পুলিশ সার্জেন্ট নির্বাচিত হলেন মোস্তাফিজুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলার পুলিশ লাইনে বিশেষ কল্যান সভায় সার্জেন্ট মোস্তাফিজুর রহমানকে ১৫ তম বারের মত আবারও উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ নগদ অর্থ প্রদান করেন ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।
রোববার দুপুরে ঝিনাইদহ পুলিশ লাইনস ড্রিল সেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) ড. হাসান উল হায়দার।
ট্রাফিক ম্যানেজমেন্ট, যানজট নিরসন, অবৈধ যান আটক, এলইডি লাইট অপসারণ, নিষিদ্ধ হর্ন জব্দ, রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক, বিভিন্ন ত্রুটি সম্পূর্ণ যানে সর্বাধিক মামলা প্রদানের জন্য উত্তম অফিসার হিসাবে পুরস্কৃত হন তিনি।
এ বিষয়ে সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ সুপার স্যার কর্তৃক উত্তম কাজের এই স্বীকৃতি আগামী দিনে আরো ভাল কাজ করতে আমাকে অনুপ্রোণিত করবে।
এ ব্যাপারে জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন বলেন, ভাল কাজ করার ফলে সার্জেন্ট মোস্তাফিজকে সেরা পুরষ্কৃত করা হয়েছে। ইতিপূর্বেও তিনি পুরস্কৃত হয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সহকারি পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম প্রমুখ।
No comments