অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে মহেশপুরে ৪জন আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি-

 অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৪জনকে আটক করেছে ৫৮ বিজিবি।

এ সময় উপজেলার গুড়দহ পাকা রাস্তার উপর থেকে দুইজন পুরুষ ও দুইজন নারী বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।

৫৮ বিজিবির উপ অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, আটককৃতদের বাড়ী সাতক্ষীরা ও যশোর জেলায়। তিনি আরো জানাান, আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

No comments

Powered by Blogger.