কালীগঞ্জে ৫৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক
॥স্টাফ রিপোর্টার॥
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিলসহ আব্দুস সালাম নামের এক মাদক কারবারীকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে শহরের নতুন বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদককারবারী মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
কালীগঞ্জ থানার এএসআই তরিকুল ইসলাম জানান, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশ শহরের নতুন বাজারে অভিযান চালায়। সে সময় আব্দুল সালাম নামের এক মাদককারবারীকে ৫৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
No comments