কালীগঞ্জে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

 এম, শাহজাহান আলী সাজু-

ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব খাদ্য দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংসদ সদস্য মোঃ আনারুল আজীম আনার। 

উপজেলা পরিষদ অডিটরিয়ামে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব সুবর্ণা রাণী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ঊপজেলা ভাইস চেযারম্যান মোঃ শিবলী নোমানী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কৃষক নেতা সখাওয়াত হোসেন, হেলাল উদ্দিন, আফজাল হোসেন ও কমলেশ শর্মা। সোনার বাংলা ফাউনন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর সভার মেয়র মোঃ আশরাফুল আলম ও ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর । জে এফ জি ই এর ফান্ডে শেয়ার দ্য প্লানেট এ্যাসোসিয়েশন, জাপান এর সহযোগিতায় সোনার বাংলা ফাউনন্ডেশনের বাস্তবায়নাধীন ‘পানি সাশ্রয়ী কার্যকরী কৃষি অনুশীলন প্রকল্পের’ আওতায় উপজেলার নিয়ামতপুর ও সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন এলাকার  সাধারন কৃষকগণ অংশগ্রহন করেন। আলোচনা সভা শেষে কৃষকদের সমস্য সমাধানে করনীয় ও নিরাপদ খাদ্য নিচিতকরনসহ নানা দাবিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর নিকট স্বারকলিপি প্রদান এবং র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


No comments

Powered by Blogger.