কালীগঞ্জে পুলিশের ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

স্টাফ রিপোর্টার-

“নিরাপদ দেশ গড়ি, নির্যাতন বন্ধ করি” এই স্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার ১৪টি বিটে একযোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ থানার ২নং বিটে সমাবেশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা: মাহফুজুর রহমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ^াস,২নং বিট পুলিশিং এর ইনচার্জ এসআই রিফাত ইমরান প্রমুখ।

এদিকে ১নং বিটের ইনচার্জ থানার সেকেন্ড অফিসার মনজুরুল ইসলামের সভাপতিত্বে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফাইজুর রহমান চুন্নু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ স¤পাদক প্রশান্ত কুমার খাঁ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা ধর্ষণ ও নারী নির্যাতন সামাজিকভাবে মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেন।


No comments

Powered by Blogger.