ঝিনাইদহের কালীচরণপুরে পুজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের পুজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন যুবলীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীচরণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সহ-সভাপতি মোদাচ্ছের হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশারত হোসেন, ইউপি সদস্য পিন্টু শিকদার, মিজানুর রহমান, উজ্জল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় পুজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।


No comments

Powered by Blogger.