কালীগঞ্জে অনুষ্ঠিত হলো মৃত আলতাফ মালিথা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ভোদন অনুষ্ঠান।
এস এম টিপু, স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সানমান্দা গ্রামে আজ শুক্রবার, সানমান্দা যুব সংঘের আয়োজনে "আলতাফ মালিথা" স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২০ ইং উদ্ভোদন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের মাননীয় এমপি মহোদয় জনাব আনোয়ারুল আজিম আনার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব শিবলী নোমানী ও ১১ নং রাখালগাছী ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন শামসুল ইসলাম দুদু।
বিকাল ৪ টায় উৎসব মুখর পরিবেশে হাজারও দর্শকের উপস্থিতিতে খেলা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের এ খেলায় অংশগ্রহণ করে পারশ্রীরামপুর ফুটবল একাদশ বনাম একতারপুর ফুটবল একাদশ।দুর্দান্ত খেলায় পারশ্রীরামপুর ফুটবল একাদশ কে হারিয়ে ২-০ গোলে জয়লাভ করে একতারপুর ফুটবল একাদশ।
উক্ত খেলাটিতে রেফারি দ্বায়িত্ব পালন করেন জনাব মোঃ মইনুর রহমান।
No comments