ঝিনাইদহের কোটচাঁদপুরে মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ফ্রান্সে রাসূল (সাঃ) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশ ও মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শহরের মেইন বাসষ্টান্ড মসজিদ প্রাঙ্গন থেকে বাংলাদেশ তাহফুজে খতমে নবুওয়াত উপজেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে মেইন বাসষ্টান্ড চত্তরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা তাহফুজে খতমে নবুওয়াতের সভাপতি মাওলানা আমান-উল্লাহ্ আমান, সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল সহ স্থানীয় ওলামা।
সমাবেশে ফ্রান্সের প্রধান মন্ত্রী বিরোধী ¯েøাগান ও ফ্রান্সের পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন মসজিদের হাজার হাজার ধর্ম প্রাণ মুসুল্লী অংশ গ্রহন করেন। এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কোটচাঁদপুর থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়।
No comments