ঝিনাইদহে নিহত কারিশমা হিজড়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

 

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে নিহত কারিশমা হিজড়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার কাশিমপুর গ্রামে তার নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

নিহত কারিশমার ভাই শরাফত হোসেন জানান, মৃত্যুর ৪০ দিনে তার রুহের মাগফেরাত কামনা করে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার উদয়পুর গ্রামে নিজ ঘর থেকে কারিশমা (৪০) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। কারিশমা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত সুলতান আলীর সন্তান।





No comments

Powered by Blogger.